কোনাবাড়ী ডিগ্রি কলেজ

স্থাপিত: ১৯৯৫ খ্রী:
ডাকঘর:কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর-১৩৪৬,০১৭১৬২৬১৬৯৬, ০১৩০৯-১০৯০৩৭
Email: konabaridegreecollege@yahoo.com
History of Konabari College
কোনাবাড়ী ডিগ্রি কলেজ, ডাকঘর:কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর-১৩৪৬


History of Konabari College

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল কোনাবাড়ীর প্রাণকেন্দ্রে ১৯৯৫ খ্রিঃ তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ. মান্নান সাহেবের নেতৃত্বে ৩৩ শতাংশ জমির উপর কোনাবাড়ী ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। খালেক গ্রুপ অব ইন্ড্রাস্টিজ এর স্বত্বাধিকারী জনাব আব্দুল খালেক পাঠানের আর্থিক সহায়তায় কলেজটি দীর্ঘদিন পরিচালিত হয় । ২০০৪ সালের কলেজটির উচ্চ মাধ্যমিক স্তর এম.পি.ও ভুক্ত হয়। কলেজের  সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ আ.ক.ম মোজাম্মেল হক মহোদয়ের প্রচেষ্টায় কলেজে নতুন প্রাণের সঞ্চার হয়। আর্থিক অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দল মত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ কলেজ উন্নয়নে এগিয়ে আসে এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। ১৩৬ জন শিক্ষানুরাগী মহান ব্যাক্তি ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দিয়ে আজীবন দাতা সদস্য হন। সাবেক মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের নামে নামমাত্র মূল্যে ১,০০১/- (এক হাজার এক) টাকায় ৬০ শতাংশ জমি অত্র কলেজের নামে বরাদ্দ দেন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে গাজীপুর জেলা প্রশাসক মহোদয় ২৭ জানুয়ারি, ২০১৪ তারিখে রেজিস্ট্রি করে দেন। জমি বরাদ্দ পাওয়ার পরে কলেজের সুপরিশর সুন্দর মাঠটি ও ঢাকা-টাংগাইল মহাসড়ক থেকে কলেজের একটি নিজস্ব রাস্তা নির্মান করা হয় । তাছাড়া মন্ত্রী মহোদয় ২০১৪ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারতলা ভবন নির্মান করে দেন এবং ২০১৫ সালে কলেজের আজীবন দাতা সদস্যের অর্থায়নে চারতলা “দাতা ভবন” নির্মান করা হয়। কলেজটিতে ১৯৯৫ সাল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান শুরু হয় এবং ১৯৯৭ সালে ১ম বার এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে । ২০১২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজটিতে স্নাতক (পাস) শিক্ষাক্রমের বি.এস.এস ও বি.বি.এস কোর্সের অধিভুক্তি এবং ২০১৭ সালে স্নাতক (সম্মান) কোর্সে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধিভুক্তি হয় । ২০১৯ সাল থেকে কলেজটি ঢাকা বোর্ডের আওতাধীন এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। ২০২৩ সালে স্নাতক(পাস) স্তর এম.পি.ও ভুক্ত হয় । সুযোগ্য পরিচালনা, সঠিক নিয়ম শৃঙ্খলা , শিক্ষকদের আন্তরিকতা ও আধুনিক পাঠদান পদ্ধতি, ক্লাস টেস্ট, মাসিক মূল্যায়ন্সহ নিয়মিত পরীক্ষা গ্রহণের কারনে উচ্চ মাধ্যমিক , স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল করে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক , স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ে প্রায় ২,২০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে । সকলের সহযোগিতায় অত্র কলেজটি গাজীপুরের মধ্যে একটি অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ।

 

Copyright @ কোনাবাড়ী ডিগ্রি কলেজ, ডাকঘর:কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর-১৩৪৬